জাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সংবর্ধিত করেন নবচিন্তন সামাজিক সংস্থা - Sabuj Tripura News
১৭ নভেম্বর ২০২০
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ জাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সংবর্ধিত করেন সামাজিক সংস্থা। তেলিয়ামুড়া স্থিত নবচিন্তন সামাজিক সংস্থা জাতীয় প্রেস ডে তে তেলিয়ামুড়া মহকুমার সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করে সোমবার।
কোভিড পরিস্থিতিতে সমবেত কোনও অনুষ্ঠান না করেও অভিনভ পন্থায় এই দিন সম্বর্ধনা জ্ঞাপন করেন মহকুমার সাংবাদিকদের ঐ সামাজিক সংস্থা। সংস্থার সদস্যরা সংবাদিকদের বাড়ি বাড়ি গিয়ে এই কাজটি করেন।
বলা বাহুল্য নবচিন্তন সামাজিক সংস্থাটি বরাবরই তেলিয়ামুড়া মহকুমা জুরে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে সারাবছর।আজকের দিনে সম্বর্ধিত হতে পেরে সাংবাদিকেরা খুশি ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই