একটি ঈগল পাখির শাবক উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল দুই যুবক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৪ নভেম্বর ২০২০  
বুধবার          

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া শহর লাগোয়া এলাকা থেকে একটি ঈগল পাখির শাবক উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল দুই যুবক।এই খবর নিতে গিয়ে তেলিয়ামুড়া বনদপ্তরের অফিস থেকে জানা জানা যায়, জহওর নগর আই-এস অফিস সংলগ্ন এলাকায় একটি ঈগল পাখির শাবক  দেখতে পায় এলাকার পিনাক পাল এবং অন্য এক যুবক। 


পাখিটি প্রত্যক্ষ করে পাখিটি উদ্ধার করে তেলিয়ামুড়া বনদপ্তরে খবর দেয় তারা। পরে বনদপ্তরের কর্মীরা এসে ঈগল পাখির শাবক উদ্ধার করে তেলিয়ামুড়া বনদপ্তরের অফিসে নিয়ে আসে। 


এব্যাপারে বলতে গিয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ বলেন বিষয়টি উর্ধতন কতৃপক্ষের নজরে নেবেন। এদের নির্দেশ পেলে ঈগল পাখির শাবকটি গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu