২৮ নভেম্বর ২০২০
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ৫ বছরের শিশু। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুরের ওয়াতি লং গ্রামে। ঘটনায় জানা যায় আজ দুপুর দুটো নাগাদ এলাকায় একটি বন বুঝাই বুলেরও ম্যাক্স গাড়ি এলাকায় বন খালি করার পর কয়েকজন শিশু মিলে গাড়ির উপরে উঠে যায়।
তখন গাড়ির চালক গাড়ি চালাতে শুরু করলে অন্যরা গাড়ি থেকে নামতে সক্ষম হলেও পাঁচ বছরের পৃত্তিরাজ জমাতিয়া গাড়ি থেকে নামতে পারেনি। তখন গাড়ি সজুড়ে চললে সে গাড়ি থেকে নামতে চেষ্টা করলে ছিটকে পড়ে যায়।
ঘটনার পর তার মা-বাবাকে খবর দিলে উনারা দৌড়ে এসে শিশুটিকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসেণ, সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চলছে তার চিকিৎসা।
0 মন্তব্যসমূহ