কাঞ্চনপুর প্রতিনিধিঃ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার বড়হলদি রাধামাধবপুর এলাকায় এক টি এস আর জোয়ানের নিজ বসত বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয় গভীর রাত্রে। এই নিশি কুটুম্বের হানায় সমিরন দেব নাথের নিজ বসতবাড়ি থেকে প্রায় ৫০ হাজার টাকার দৈনন্দিন আসবাবপত্র নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে প্রকাশ বাড়িতে পুরুষ মানুষ না থাকায় সাহস পায় চোরের দল। টি এস আর জোয়ান সমিরন দেবনাথ এর বাড়িতে উনার স্ত্রী পুত্র ও দুই সন্তান ও ঠাকুমা ছিল।
উনারা জানান যে গভীর রাত্রে রান্না ঘরের তালা ভুলবশত লাগানো হয়নি, তাই চোরের দল সুযোগ খুঁজে রাতে রান্নাঘরে ঢুকে প্রথমে ভাত খায় পরে চাল, ডাল, একটি বাইসাইকেল, বাসনপত্র, ঠাকুর ঘর থেকে বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ ৫০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
আরো জানা যায় বাড়ির পেছন থেকে দীর্ঘ এক মাস আগে একটি ইলেকট্রনিক মটর ও চুরি হয়। তবে এই ঘটনায় কিছুটা অনুমান করা হচ্ছে যে নেশা দ্রব্য সেবন করে থাকা লোকদের হাত থাকতে পারে এই চুরির পিছনে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় কাঞ্চনপুর মহকুমা থানায়। এখন দেখার বিষয় পুলিশ কতটুকু ভূমিকা গ্রহণ করে এই চুরির কাণ্ডে।
0 মন্তব্যসমূহ