গোপন সংবাদের ভিত্তিতে জোয়া বিরোধী অভিযানে সাফল্য কদমতলা থানার পুলিশ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩০ নভেম্বর ২০২০  
সোমবার

চুরাইবাড়ি প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা থানার জোয়া বিরোধী অভিযান। অভিযানে উদ্ধার জান্ডিমুন্ডা জুয়া খেলার সামগ্রী, নগদ অর্থ, দুটি বাইক সহ তিন জুয়ারী।ধৃত তিন জুয়ারী নেপাল মালাকার, প্রজেস দাস ও বিজিত মোহন দাস। বর্তমানে ধৃতরা কদমতলা থানার হেফাজতে রয়েছে।ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানায় ওসি কৃষ্ণধন সরকারের কাছে গোপন খবর ছিলো ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের এস টি পাড়ায় দীর্ঘদিন থেকে জোয়ার রমরমা ব্যবসা চলছে। 

সেই মোতাবেক গতকাল মাঝরাতে ওসির নেতৃত্বে কদমতলা থানার এস আই অপু দাস বিশাল পুলিশবাহিনী নিয়ে ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের এস টি পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে জান্ডি মুন্ডা জুয়ার সামগ্রী সহ নগদ অর্থ ,দুটি বাইক ও তিন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।


ধৃত তিন জুয়াড়ি নেপাল মালাকার, প্রজেশ দাস ও বিজিত মোহন দাস। সকলের বাড়ি ব্রজেন্দ্রনগর এলাকায়। জানামতে বিজিত মোহন দাস একজন স্কুল শিক্ষক। বর্তমানে সকলেই কদমতলা থানার হেফাজতে রয়েছে।এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, উনারা গোপন সংবাদের ভিত্তিতে জুয়া বিরোধী অভিযান চালান। 


অভিযানে জুয়া খেলার সামগ্রী নগদ অর্থ দুটি বাইক ও তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ওসি আরো জানান আগামী দিনেও এ ধরনের জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu