এবার ধর্মনগরে প্রথম টিসিএস ও টিপিএস পরীক্ষা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩০ নভেম্বর ২০২০  
সোমবার

ধর্মনগর প্রতিনিধিঃ উত্তর জেলা বাসির বহুদিনের দাবি ছিল রাজ্যের টিপিএস ও টিসিএস পরীক্ষার্থিদের জন্য যেন ধর্মনগরে পরীক্ষা কেন্দ্র করা হয়ে থাকে। জেলা বাসির দাবি মেনে রবিবার এই প্রথম ধর্মনগরে টিপিএস ও টিসিএস পরীক্ষা হলো। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সকাল ১১টায় শুরু হয়েছে পরীক্ষা। উত্তর জেলার মোট ৬০২ জন পরীক্ষার্থী ধর্মনগরের বীর বিক্রম ইন্সটিটিউশন ও ধর্মনগর সরকারী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দেন।

পরীক্ষার্থীরা রবিবার  সকাল থেকেই দুটি বিদ্যালয়ে প্রবেশ করতে শুরু করে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার পূর্বে তাদের সকলকে উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে থার্মাল স্ক্রীনিং ও সেনিটাইজের ব্যাবস্থা করা হয়। এছাড়াও বিদ্যালয় চত্তর গুলিতে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের শুধুমাত্র এডমিট কার্ড নিয়েই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়াও পরীক্ষার দায়িত্বে নিযুক্ত আধিকারিকরা উপস্থিত রয়েছেন পরীক্ষা কেন্দ্রে। সকাল ১১ টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয়েছে দুপুর ১ টায়। এই প্রথমবারের মতো ধর্মনগরে টিপিএস ও টিসিএস পরীক্ষার কেন্দ্র হওয়ায় বেজায় খুশি আপামর উত্তর ত্রিপুরা বাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu