এই প্রথম ধর্মনগরে টিপিএস ও টিপিএস পরীক্ষা - Sabuj Tripura News
ধর্মনগর প্রতিনিধিঃ ধর্মনগরে এবার প্রথমবারের মত অনুষ্ঠিত হতে চলেছে টিপিএস ও টিপিএস পরীক্ষা। যদিও এটা ধর্মনগর বাসির দীর্ঘ দিনের দাবি ছিল। কেননা অনান্য বছর উত্তর জেলার পরীক্ষার্থীদের টিপিএস ও টিসিএস পরীক্ষা দেওয়ার জন্য রাজধানীতে যেতে হতো। কিন্তু এবার উত্তর জেলার অন্তর্গত কাঞ্চনপুর মহকুমা পানিসাগর মহকুমা ও ধর্মনগর মহকুমার ছাত্র ছাত্রীরা ধর্মনগরেই পরীক্ষা দিতে পারবে।
এবছরের এই পরীক্ষা হতে চলেছে আগামী ২৯ নভেম্বর সকাল ১১ টায়। উত্তর জেলার পরীক্ষা ধর্মনগরের দুটি বিদ্যালয় অর্থাৎ বীর বিক্রম ইন্সটিটিউশনে ও ধর্মনগর সরকারী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
দুটি বিদ্যালয়েই ৩০০ জন করে গোটা জেলার মোট ৬০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তাই দুটি বিদ্যালয়েই চলছে পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি।
জানিয়েছেন বীর বিক্রম ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস।এটি হলো প্রাথমিক পর্যায়ের পরীক্ষা।এই পরীক্ষায় উত্তীর্ণরা আগামী পর্যায়ের পরীক্ষায় অংশ নেবেন।
কোন মন্তব্য নেই