নদী থেকে উদ্ধার রেলেকাটা অপরিচিত ব্যাক্তির মৃত দেহ - Sabuj Tripura News
ধর্মনগর প্রতিনিধিঃ রেলে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত ব্যক্তির। ধর্মনগরে রেল স্টেশনের জিআর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে আগরতলা থেকে ধর্মনগর ভায়া বদরপুর যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রেনের ইঞ্জিন সকাল সাড়ে দশটা থেকে এগারটার মধ্যে ধর্মনগর ঢুপিরবন্দ এলাকার একটি ব্রিজের ওপর দিয়ে অতিক্রম করার সময় এক ব্যক্তি সেই ট্রেনের নিচে পড়ে যায়।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছান ধর্মনগর রেল স্টেশনের জি আর পুলিশ বাহিনী। ব্রিজের উপর থেকে উদ্ধার হয় ঐ ব্যক্তির একটি পা।
তা দেখে আন্দাজ করা হয় মৃত ব্যক্তির দেহ নদীর জলে তলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ও এলাকাবাসীদের যৌথ উদ্যোগে শুরু হয় নদীর জল থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধারের কাজ।
বহু খোঁজাখুঁজির পর ব্রিজ থেকে খানিক দূরে ঐ ব্যক্তির পা কাটা দেহ উদ্ধার হয়। বর্তমানে দেহ ধর্মনগর হাসপাতালের মর্গে রয়েছে।
কোন মন্তব্য নেই