বাংলাদেশ থেকে সীমান্ত টপকে আসা তিন নাইজেরিয়ান যুবক অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক - Sabuj Tripura News
চুরাইবাড়ি প্রতিনিধিঃ ফের আবার বাংলাদেশ থেকে সীমান্ত টপকে উত্তর জেলার পুলিশের চোখে ধুলো দিয়ে পাশ্ববর্তী রাজ্য অসমে প্রবেশের মুখে অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল তিন নাইজেরিয়ান যুবক। জানা গেছে ধৃতরা আজ বিকালে ধর্মনগর থেকে এএস(চব্বিশ)সি-(নয় নয় নয় পাচ) নম্বরের নেটওয়ার্ক ট্রাভেলসে চড়ে অসমের গুয়াহাটি যাবার উদ্দেশ্যে ছিল।
কিন্তু অসমের করিমগঞ্জ জেলার অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের রুটিন তল্লাশিতে তারা ধরা পড়ে যায়। এ মর্মে পুলিশ ওয়াচপোষ্ট ইনচার্জ মিন্টু শীল জানান যে ধৃতদের সঙ্গে ভারতীয় মুদ্রায় ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছাড়াও ১০০ আমেরিকান ডলার পাওয়া গেছে।
তবে তাদের সাথে বৈধ কোনও কাগজ পত্র পাওয়া যায়নি। আগামীকাল ধৃতদের করিমগঞ্জ সিভিল আদালতে প্রেরণ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই রাস্তা দিয়ে বিগত দিনে অসমে প্রবেশের মুখে প্রায় অর্ধশতাধিক নাইজেরিয়ান বাসিন্দা অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে।
এক্ষেত্রে রাজ্য পুলিশের নিরাশাজনক ভুমিকা সহ সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার সচেতন মহল।
কোন মন্তব্য নেই