বিশালগর প্রতিনিধিঃ ভারতীয় জনতা পার্টি ধনপুর কো-অপারেটিভ সেল সমবায় দিবস হিসাবে বৃহস্পতিবার কাঠালিয়া পল্লীমঙ্গল প্রাথমিক কৃষি সমাবায় লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। আলোচনা সভা ছিল স্বল্প সময়ের জন্য সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কনফারেন্স হলে। সভায় সভাপতিত্ব করেন পল্লীমঙ্গল প্রাথমিক কৃষি সমবায় সমিতির সভাপতি সহদেব মজুমদার।
বক্তব্য রাখেন সিপাহী জলা জেলার দক্ষিণাংশের কনভেনার নিহার বিশ্বাস, প্রদীপ ভৌমিক বিজেপির মন্ডল সভাপতি বিন্দু দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন ডঃঅভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।আলোচনা সভায় বক্তারা বলেন আত্মনির্ভর করতে গেলে একক ভাবে সম্ভব নয়।
চাই সমবায় কে শক্তিশালী করা।তাই বিজেপির চিন্তা ধারাকে বিকশিত করার পাশাপাশি সমবায়ের মাধ্যমে সেবা মূলক কর্মসূচিকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান রাখেন বক্তারা।
আলোচনা সভা শেষে হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি পানীয় জলের বোতল বিতরণ করা হয়। এই প্রথম রাজ্যের নতুন সরকার গঠনের পর ১৪ নম্বর থেকে ২১ নম্বর অবধি সমবায় সপ্তাহ দিবস পালন হচ্ছে গোটা রাজ্যে।
0 মন্তব্যসমূহ