ভন্ড কবিরাজ রাকেশ মিয়াকে আটক করলো এলাকাবাসী - Sabuj Tripura News
২৭ নভেম্বর ২০২০
শুক্রবার
বিশালগর প্রতিনিধিঃ ভন্ড কবিরাজ নামধারী এক প্রতারক রাকেশ মিয়াকে আটক করলো এলাকাবাসী।ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় থানার অন্তর্গত পশ্চিম লক্ষীবিল এলাকায় দীর্ঘদিন ধরে ভন্ড কবিরাজ মানুষকে মিথ্যা জাদু মন্ত্র দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে।
পরবর্তী সময় থেকে এলাকার মানুষ উৎপেতে বসে, ঠিক আজ দুপুর ৩ ঘটিকায় এই ভন্ড কবিরাজ পশ্চিম লক্ষীবিল এলাকায় এক বাড়িতে ঢুকে।
তৎক্ষণাৎ এলাকার যুবকরা জড়ো হয়ে এই ভন্ড কবিরাজ কে আটক করলো।এরপর যুবকরা কিছু উত্তম-মধ্যম দিয়ে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দিল ভন্ড এই প্রতারকে।
কোন মন্তব্য নেই