শরণার্থী দুই সুপারি চোর কে আটক করে স্থানীয়রা তুলে দেন পুলিশের হাতে - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৭ নভেম্বর ২০২০  
শুক্রবার

কাঞ্চনপুর প্রতিনিধিঃ দশদা লক্ষ্মীপুর এলাকায় শরণার্থী দুই সুপারি চোর কে হাতে নাতে আটক করে স্থানীয় মানুষেরা, তুলে দেন পুলিশের হাতে। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় যখন মিজোরাম থেকে উদ্বাস্তু হয়ে এসেছিল রিয়াং শরণার্থী,  ঠিক তখন থেকেই কাঞ্চনপুর মহকুমায় রিয়াং শরণার্থী দ্বারা বিভিন্ন ভাবে আক্রান্ত মহকুমার স্থায়ী সাধারণ মানুষেরা। 


কখনো বাড়ি ঘরের গৃহপালিত ছাগল, গরু, পুকুরের মাছ, শাকসবজি সহ বিভিন্ন রকমের জিনিসপত্র চুরি করে নিয়ে যায় শরণার্থী চোরের দল। আজ আবারও শরণার্থীর দ্বারা চুরির ঘটনা ঘটে দশদা লক্ষ্মীপুরে। 


শরণার্থী দুই যুবক গাছ থেকে সুপারি নিয়ে যাওয়ার সময় এলাকার সাধারণ মানুষের হাতে আটক হয়।পরে টি এস আর এর দ্বারা শরণার্থী দুই চোরকে আটক করে ঘটনাস্থলে বেঁধে রাখা হয়। 


খবর দেওয়া হয় কাঞ্চনপুর মহকুমা থানায় এবং ঘটনাস্থল থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় চোরকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu