শাসক ও বিরোধী দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০২ অক্টোবর ২০২০ 
শুক্রবার

তেলিয়মুড়া প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে বিরোধিতা করে তেলিয়ামুড়ায় সিপিআইএমের চারটি যুব- ছাত্র সংগঠনের মিছিলকে কেন্দ্র করে বাইক ভাঙচুর, আহত উভয় দলেরই অনেক যুবক, ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে।আজ  তেলিয়ামুড়া হাট বারের দিন এমনিতেই তেলিয়ামুড়া বাজারে লোক সমাগম ছিল অনেকটাই, তারপর ধীরে ধীরে সিপিআইএমের ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করে মিছিলকে কেন্দ্র করে।


পরবর্তী সময়ে বর্তমান শাসক দলের যুব মোর্চার কর্মী সমর্থকরা ও ধীরে ধীরে জড়ো হয়। উভয় দলের কর্মী সমর্থকরা একত্রে জড়ো হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ঘটনা সামাল দিতে তেলিয়ামুড়ার পুলিশ আধিকারিক বি. জগদীশ্বর রেড্ডি, ট্রাফিক ডিএসপি সোনা চরন জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা ঘটনাস্থলে ছুটে আসে। 


পরবর্তী সময়ে বাধ্য হয়ে এই  পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে। এতে উভয় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়। এদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে এদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu