প্রয়াত বরিষ্ঠ সাংবাদিকের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৩ অক্টোবর ২০২০ 
শনিবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ খোয়াই জেলার বরিষ্ঠ সাংবাদিক তথা পবন কুমার পোদ্দার পার্থিব জগতের মায়াজাল ত্যাগ করে গত ১৮ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছিলেন।শনিবার উনার অর্থাৎ প্রয়াত পবন কুমার পোদ্দারের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হল।



মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৬৭ বছর। আজ গোটা খোয়াই জেলার সমস্ত সাংবাদিকরা‌ ভীষণ ভাবে বর্তমানে ও মর্মাহত। প্রয়াত পবন কুমার পোদ্দারের সাংবাদিকতার ইতিহাসের দিকে চোখ রাখলে দেখা যায়  তিনি অজস্র স্মৃতি রেখে গেছে। 


প্রয়াত পবন পোদ্দারের সাহসীকতার লেখনীতে প্রসাশনের কালঘাম ছুটে যেত। কিন্তু বর্তমানে এবং আগামী দিনের জন্য ইতিহাস হয়ে রইলো নতুন প্রজন্মের কাছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu