শুরু হলো লার্নার্সের ১০ দিবসীয় নাট্য কর্মশালা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৫ অক্টোবর ২০২০ 
সোমবার 

ধর্মনগর প্রতিনিধিঃ লকডাউনের বিধিনিষেধ উঠতেই ধর্মনগরের নাট্য সংস্থা 'লার্নার্স এডুকেশনাল সোসাইটি' ১০ দিবসীয় নাট্য কর্মশালার আয়োজন করলো। এই নাট্য কর্মশালার শুভ উদ্বোধন হয় শনিবার বিকেল ৪টায় ধর্মনগর পূর্ব থানা রোড স্থিত লার্নার্সের নিজস্ব গৃহে। কর্মশালার শুভ উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব সুমিত নাথ চৌধুরী। কর্মশালা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।



লার্নার্স এডুকেশনাল সোসাইটির সভাপতি মনিদ্বীপ দাস সুমন জানিয়েছেন। প্রতিবছর এপ্রিল মে মাসে লার্নার্সের উদ্যোগ নতুন নাটক তুলতে বাইরে থেকে প্রশিক্ষক দের এনে কর্মশালার আয়োজন করা হয়। 


এ বছর লকডাউনের কারনে তা সম্ভব হয় নি। কিন্তু আগামী প্রজন্মের কথা চিন্তা করেই কিশোর কিশোরীদের নিয়েই মূলত এই কর্মশালার আয়োজন। কর্মশালা মোট ১৫ জন অংশ নিয়েছেন। 


নাটকের শিক্ষার্থীদের নাট্য বিষয়ক শিক্ষা দেবেন লার্নার্সের সদস্য কৌস্থভ চক্রবর্তী ও হৃতুরেখা নাথ। তিনি আরো জানান খুব শীঘ্রই লার্নার্সের মঞ্চ সফল নাটক "যশোমতি" রাজ্যের বিভিন্ন মঞ্চে মঞ্চায়নের পরিকল্পনা চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu