বিদ্যুৎ ,রাস্তা ও পানীয় জলের সমস্যায় জর্জরিত গিরি বাসীরা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৪ অক্টোবর ২০২০ 
বুধবার    

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ যাতায়াতের জন্য রাস্তা থাকলেও বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায়  জর্জরিত জনজাতি অংশের লোকেরা। ঘটনা বড়মুড়া পাহারেড় নিউ খামতিং কামি এলাকায়। বিগত দিনে এডিসি প্রশাসনে সি পি আই এম দল ক্ষমতায় থেকেও জনজাতি অংশের লোকেদের জন্য সুকল্যাণমুখী উন্নয়ন করে দিতে পারেনি। যার খেসারত দিতে হচ্ছে এলাকার জনজাতি অংশের মানুষজনদের। 


সংবাদে জানা গেছে নিউ খামতিং কামি এলাকায় ২৭ পরিবার জনজাতিদের বসবাস। ঐ সকল পরিবারগুলো বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যায়  জর্জরিত।বিদ্যুতের খুঁটি থাকলেও এবং পানীয় জলের ট্যাঙ্ক থাকলেও তা ঐ জন জাতিদের কোন কাজে আসছে না।  


কারণ বিদ্যুৎ সংযোগ না থাকাতে এই দুরবস্থা। এলাকাবাসীদের দাবি যাতে অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ এবং পানীয় জলের সুব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। কারণ পানীয় জলের ভরসা এক মাত্র ছড়ার জলের উপর জনজাতি দের।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu