তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ভাল্লুকের কামড়ে আহত এক উপজাতি যুবক,ঘটনা তৈদু থানাধীন বাতা পাড়ার গভীর জঙ্গলে শনিবার বিকেলের কোন এক সময়। আহত যুবকের নাম জীতেন রিয়াং। তৈদু থানাধীন সিং লোম এলাকার বাসিন্দা জীতেন রিয়াং এবং রাইখো সাং রিয়াং দুই ভাই মিলে বাতা পাড়ার গভীর জঙ্গলে যায় বাঁশ আনার জন্য গতকাল তথা শনিবার সকালে।
কিন্তু বিকেল আনুমানিক তিনটা নাগাদ তাদের সঙ্গে থাকা একটি কুকুর চিৎকার এবং ছুটোছুটি করতে শুরু করে। এমন সময়ই একটি কালো রঙের জংঙ্গলী ভাল্লুক জীতেন রিয়াং কে আক্রমণ করে।এতে জীতেন ভাল্লুকের কামড়ে আহত হয়।
অন্যদিকে জীতেনের সঙ্গে থাকা তার ভাই রাইখো সাং রিয়াং পালিয়ে যায়, এবং তাদের গ্ৰামে গিয়ে এই খবর লোকজনদের জানায়। পরে এই খবর চাউর হতেই সিং লোম এলাকার লোকজন বাতা পাড়ার জঙ্গলে গিয়ে আহত জীতেন রিয়াং (২৮) কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
0 মন্তব্যসমূহ