রেগার কাজ করতে গিয়ে উদ্ধার অজগর সাপের শাবক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৫ অক্টোবর ২০২০ 
সোমবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন চাকমা ঘাটের মহারানীপুর এলাকায়।ঘটনায় জানা যায়, ঐ এলাকার খোয়াই নদীর তীরে অন্যান্য দিনের মতো এলাকার মানুষজন রেগার কাজ করতে যায়। রেগার শ্রমিকরা যখন মাটি কাটতে থাকে তখন প্রত্যক্ষ করে এক অজগর সাপের শাবক কে। অজগর সাপের শাবক দেখে কেউবা দৌড়ে পালায় কেউবা সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে খবর দেয়।



ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা। সাপটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া বনদপ্ত। এ ব্যাপারে বলতে গিয়ে এক রেগা শ্রমিক জানান কয়েকদিন পর পরই তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে অজগর সাপের শাবক। 


কারো  হাস কিংবা কারো মুরগি হারিয়ে যাচ্ছে এলাকা থেকে। তবে কি এই অজগর সাপ এগুলোকে আস্ত গিলে খাচ্ছে? প্রশ্ন জনমনে। তবে বনদপ্তর এ ব্যাপারটিও উড়িয়ে দিচ্ছে না যে শাবক গুলির জন্মদাতারা ও এলাকায় ঘোরাফেরা করছে। 


এ ব্যাপারে বলতে গিয়ে বনদপ্তরের এক কর্মী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান অজগর সাপের শাবকটি বর্তমানে অক্ষত রয়েছে। তাই বড়মুড়া কিংবা আঠারোমুড়া গভীর বনাঞ্চলে অজগর সাপের শাবকটিকে ছেড়ে দিয়ে আসা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu