বর্তমান সরকারের কাছে বসত ঘর পাওয়ার জন্য জুমিয়া রামচন্দ্র রিয়াং এর দাবি - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২১ অক্টোবর ২০২০ 
বুধবার     

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ভোট আসে ভোট যায়, আর মুঠো ভরা রাজনৈতিক নেতাদের থাকে শুধু প্রতিশ্রুতির বন্যা। তারপর ও রিয়াং জনজাতি হতদরিদ্র জুমিয়া রামচন্দ্র রিয়াং- এর ভাগ্যে জোটেনি একটি সরকারি ঘর। প্রতিবছরই বর্ষা মরশুমে ছন বাঁশের এই টং ঘরে এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় পরিবারের সদস্যদের ।ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাঁকড়া  ছড়া এডিসি ভিলেজের তথা হাজরা পাড়া এলাকায়। 


ঐ এলাকার দিনমজুর তথা হতদরিদ্র জুমিয়া রামচন্দ্র রিয়াং পরিবারের সদস্যদের নিয়ে কোনভাবে দু'বেলা দু'মুঠো খেয়ে দিন গুজরান করে চলছেন দীর্ঘদিন ধরেই। রেগার কাজ আর বিপিএল কার্ডের সরকারি ন্যায্যমূল্যের দোকানের চাউল দিয়ে কোনভাবে চলছে তাদের সংসার। 


কিন্তু রামচন্দ্র বাবুর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি সরকারি ঘর পাওয়ার। কারণ প্রতি বছরই বর্ষা মরশুমে তাদের বসত ঘর কে মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন । যা এই হতদরিদ্রের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। 


অথছ বিপিএল কার্ড থাকা সত্ত্বেও না আগে না এখন পাচ্ছেন না একটি বসতঘর। তিনি দাবি রাখছেন বর্তমান সরকারের কাছে একটি বসতঘর এর ব্যবস্থা করে দেওয়ার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu