মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ নিরসনের জন্য আন্তর্জাতিক দিবস অনুষ্ঠান - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৩ অক্টোবর ২০২০ 
মঙ্গলবার   

পানিসাগর প্রতিনিধিঃ আজ বেলা ১২ ঘটিকায় পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিডাকশন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত সঞ্জয় দাস।


সঙ্গে ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শ্রীমতি পাপিয়া দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর বিএসএফ এর ২০ ব্যাটেলিয়ন এর মেজর ভি.কে সিং, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিত্ দাস, পানিসাগর ব্লক আধিকারিক হোমাগ্নি ভট্টাচার্য, দামছড়া ব্লকের বিডিও পীযুষ দেব মহাশয়,পানিসাগর মহকুমা প্রশাসনের দুই ডেপুটি কালেক্টর যথাক্রমে দীপঙ্কর দাস ও রাজু দাস সহ অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিক গন সহ পানিসাগর মহকুমার বিভিন্ন গ্রামের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবীরা।  


অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন পানিসাগর মহকুমা শাসকের ডেপুটি কালেক্টর দীপঙ্কর দাস। উনি উনার স্বল্প সময়ের ভাষণের মধ্য দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কি কি করনিও তা তুলে ধরেন। পরবর্তীতে প্রত্যেক অতিথি গন উনারা উনাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কি ভাবে মোকাবিলা করা যায় তা পর্যালোচনা করে দর্শক আসনে বসা জনগণের সামনে তুলে ধরেন। 


এছাড়া আজকের অনুষ্ঠানে প্রজেক্টারের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের প্রামাণ্য তথ্য চিত্র দেখানো হয়। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে গোটা মহকুমার সচেতন  মহলের জনগণের মধ্যে  উৎসাহ উদ্দীপনা পরিলিক্ষত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu