কৃষি বিলের সমর্থনে কাঞ্চনপুর মহকুমায় ঐতিহাসিক সারা জাগানো রেলী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৩ অক্টোবর ২০২০ 
মঙ্গলবার 

কাঞ্চনপুর প্রতিনিধিঃ দীর্ঘ দিন পর গেরুয়া শিবিরের ঝড় নামিয়েছে বিজেপি। কাঞ্চনপুর মহকুমায় এডিসি নির্বাচনকে সামনে রেখে কৃষি বিলের সমর্থন জানিয়ে সমতল থেকে পাহাড়ে সর্বত্রই ঝড় তুলেছে শাসক দল বিজেপি জাতি জনজাতি অংশের অধিকাংশ মানুষের মিলনে উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে কাঞ্চনপুর মহকুমায় আজ শাসক দল বিজেপি ঐতিহাসিক রেলী ও জনসমাবেশ অনুষ্ঠিত করে। কাঞ্চনপুর কালী মন্দিরের সামনে। 


দেখা যায় রেলীতে শতাধিক টুকটুক নিয়ে অংশগ্রহণ করেছেন টুকটুক চালকেরা। আজকের এই জনসমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি গৌতম চন্দ্র রায় মহাশয়, মন্ডল সহ সভাপতি রবীন্দ্র কর মহাশয়, মন্ডলের সাধারণ সম্পাদক তাপসেন্দু নাথ মহাশয়, মন্ডল সদস্য অরুণ চন্দ্র নাথ, উত্তর জেলা কমিটির সদস্য শৈলেন্দ্র নাথ মহাশয়, উত্তর জেলা কমিটির সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর জেলার সাধারণ সম্পাদক কাজল দাস, উত্তর জেলা কমিটির কোষাধ্যক্ষ শ্রী রবীন্দ্র সূত্রধর, রাজ্য কমিটির সদস্য সঞ্জিত রিয়াং মহাশয় সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা। 


জনসমাবেশের মঞ্চে প্রথম বক্তা হিসেবে ছিলেন মন্ডল সদস্য অরুণ চন্দ্র নাথ।পরে এ রাজ্যের কৃষক ভাইদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল নিয়ে আলোচনা ক্রমে উত্তর জেলার সভানেত্রী মলিনা দেবনাথ বক্তব্য রাখেন।জনসমাবেশের শেষ পর্বে কাঞ্চনপুর মন্ডল এর মন্ডল সভাপতি গৌতম চন্দ্র রায় মহাশয় সাংগঠনিক বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা পর্ব শেষ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu