খাতা পুনর্মূল্যায়নে উচ্চ মাধ্যমিকের দশম স্থানে ধর্মনগরের অর্চিস্মিতা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১২ অক্টোবর ২০২০ 
সোমবার

ধর্মনগর প্রতিনিধিঃ খাতা পুনর্মূল্যায়নে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে প্রথম দশের মধ্য ঢুকে পরলো ধর্মনগর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী অর্চিস্মিতা দেব। এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফলে তার সর্বমোট নম্বর ছিল ৪৪৭। এই ফলাফলে অর্চিস্মিতা অসন্তুষ্ট হয়ে পুনরায় তার অংক ও ইংরেজি খাতার পুনর্মূল্যায়নের জন্য ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নিকট আবেদন করেন। 



এই পুনর্মূল্যায়নে তার ইংরেজিতে ৪ নম্বর বৃদ্ধি পেলে তার সর্বমোট মোট প্রাপ্ত নম্বর গিয়ে দাড়িয় ৪৫১ তে। এই ফলাফলে সে এ বছরের উচ্চ মাধ্যমিকে যুগ্ম ভাবে দশম স্থান অর্জন করে। 


অর্চিস্মিতার পিতা অরুনকান্তি দেব পানিসাগর মহকুমার জলেবাসা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও মা রিক্তা দেব গৃহিনী। অর্চিস্মিতা জানিয়েছে বর্তমান করোনা কালিন পরিস্থিতিতে সে শিক্ষার জন্য বহিরাজ্যে যেতে আগ্রহী নয়। 


সে বর্তমানে ধর্মনগর মহা বিদ্যালয়েই অংকে অনার্স নিয়ে ভর্তি হয়েছে।তার এই ফলাফলে পরিবারের লোকজন সহ সকল শুভানুধ্যায়ীরা আনন্দিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu