বৈদিক ব্রাক্ষ্মণ সমাজের সম্মেলন ধর্মনগরে - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১২ অক্টোবর ২০২০ 
সোমবার

ধর্মনগর প্রতিনিধিঃ রবিবার সকালে ধর্মনগর হরিমন্দির প্রাঙ্গণে হয়েগেল ধর্মনগর বৈদিক ব্রাক্ষ্মণ সমাজের সম্মেলন।এই সম্মেলনে ধর্মনগর মহকুমার বিভিন্ন অঞ্চলের নবীন প্রবীণ যে সকল  ব্রাক্ষ্মণরা পূজার্চনার সাথে জড়িত মূলত তারাই উপস্থিত ছিলেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বৈদিক  ব্রাক্ষ্মণ সমাজের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী। 



এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরের পূজারী ভাস্কর ভট্টাচার্য। সম্মেলনের আহ্বায়ক নিতুভূষন ভট্টাচার্য সম্মেলনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন।  বর্তমানে নতুন প্রজন্মের অনেকেই পূজার আচার পদ্ধতি সহ বিভিন্ন বিষয় শিখতে ইচ্ছুক। 


তাই তাদের অভিজ্ঞ বয়জেষ্ঠ পূজারীদের দ্বারা প্রশিক্ষণের মাধ্যমে পূজার্চনা শেখানোর বিষয়ে এই সম্মেলনে আলোচনা হয়েছে। এই প্রশিক্ষণে বর্তমান প্রজন্মকে শেখাতে  যেন আসাম-ত্রিপুরার বিজ্ঞ পুরোহিতরা অংশ নেন সে বিষয়ে আলোচনা চলছে। 


পাশাপাশি আগামীতে অত্র অঞ্চলে যেন একটি সংস্কৃত বিদ্যালয় স্থাপন করা যায় তার আলোচনা হয় সম্মেলনে। সর্বশেষে রবিবার এই সম্মেলন থেকে ধর্মনগর বৈদিক ব্রাক্ষ্মন সমাজের নতুন কমিটি গঠন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu