নির্যাতিত গৃহবধূর জবানবন্দি নিতে গেলেন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩০ সেপ্টেম্বর ২০২০
বুধবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ স্বামীর দ্বারা নির্যাতিত গৃহবধূর জবানবন্দি নিতে এবং নির্যাতিতাকে সহায়তা করার জন্য বুধবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী তেলিয়ামুড়া স্থিত গৌরাঙ্গ টিলা এলাকায় ছুটে আসেন। এদিন সকাল এগারোটা নাগাদ মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া গৌরাঙ্গ টিলা গ্রামে নির্যাতিতা গৃহবধূর বাড়িতে যান।  মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী নির্যাতিতা গৃহবধূ শর্মিষ্ঠা দাসের সাথে কথা বলেন।

  


উল্লেখ থাকে তেলিয়ামুড়া শহরের প্রতিষ্টিত শুকনো মাছ ব্যবসায়ী হারাধন দাসের পুত্র অভিজিৎ দাসের সাথে শর্মিষ্ঠা দাসের সামাজিকভাবে বিয়ে হয়েছিল প্রায় নয় বছর পূর্বে। 


রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর বক্তব্যে পরিষ্কার ঐ গৃহবধূ শর্মিষ্ঠা দাস প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়ে আসছিল স্বামী অভিজিৎ দাস দ্বারা। তবে এবারের নির্যাতন সহ্য করতে না পেরে আইনের দ্বারস্থ হয়।


যদিও অভিযুক্ত স্বামী অভিজিৎ দাস বর্তমানে খোয়াই জেল কাষ্টডিতে আছে।এব্যাপারে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার এগারোটা নাগাদ নির্যাতিতা গৃহবধূর সাথে  কথা বলতে তেলিয়ামুড়া স্থিত গোরাঙ্গ টিলা গ্রামে আসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu