সবুজ ত্রিপুরা
০১ সেপ্টেম্বর ২০২০
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রাস্তায় পরে থাকা গোবর আবর্জনা নিয়ে বাকবিতণ্ডা পরে হাতাহাতি মারামারিতে আহত এক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বাইশঘরিয়া এলাকায়। বিবরণে জানাযায় তেলিয়ামুড়া বাইশঘরিয়া এলাকার বাসিন্দা কামরুল হোসেন তার বাড়ির সামনে পরেথাকা গোবর ও আবর্জনা স্তূপ সম্পর্কে জানতে চায় পাশের বাড়ির জরিনা খাতুনের নিকট।
এতেই ক্ষিপ্ত হয়েযায় জরিনা এবং কামরুল কে অকথ্য গালিগালাজ করতে থাকে। এরই মধ্যে জরিনা খাতুনের দুই ছেলে ইব্রাহিম ও জসিম আসে এবং তিন জনে মিলে কামরুল কে মারতে থাকে বলে অভিযোগ কামরুলের পরিবারের।
তারা জানায় তাকে লোহার রড দিয়ে মাথায় ও পেটে আঘাত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা কামরুল হোসেন কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানাযায়।
0 মন্তব্যসমূহ