তেলিয়ামুড়া প্রতিনিধিঃ এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে দল বদল পাহাড়ে লেগেই আছে।কোথাও বিজেপি ছেড়ে আইপিএফটি তে আবার কোথাও আইপিএফটি সহ অন্যান্য দল ছেড়ে চলছে বিজেপিতে যোগদানের পালা।২৯কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত আঠারো মুড়া এডিসি ভিলেজের ৪৬ মাইল এলাকার কুমারী পাড়ার এক বিজেপির উঠান সভায় ২৫পরিবারের ৮০জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করে।
উঠান সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য জনজাতি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা, রাজ্য বিস্তারক আদিত্য কল্যাণ জি, কৃষ্ণপুর মন্ডলের সাধারণ সম্পাদক রাজকুমার সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন সভায় রাজ্য বিস্তারক বলেন আসছে এ ডি সি নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই পাহাড়ে বিজিপি দল বিভিন্ন কর্মসূচী হাতে নিচ্ছে।
এছাড়াও তিনি বলেন বর্তমান রাজ্য সরকার শহরের পাশাপাশি পাহাড়েও উন্নয়ন জারি রেখেছে তাই পাহাড়ে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে সাধারণ ভোটাররা। এদিন সভা শেষে দল ত্যাগীদের দলীয় পতাকা দিয়ে নিজ দলে বরণ করে নেন নেতৃত্বরা।
0 মন্তব্য