তেলিয়ামুড়া প্রতিনিধিঃ জুমে চাষ করা সব্জি ও পাহাড়ের লতাপাতা কুড়িয়ে জাতীয় সড়কের পাশে বসে বিক্রি করে সংসারের ভরনপোষণ অনেকটাই চলেযেত। কিন্তু এখন আর আগের মত চলছে না। করোনা অতিমারির কারনে গত কয়েক মাস যাবৎ লক ডাউন, আনলক এসবের কারনে মার খাচ্ছে এসব সব্জি বিক্রেতারা।
আসাম আগরতলা জাতীয় সড়কের বরমুড়া সালকা বাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে প্রতিদিন বিভিন্ন ধরনের সব্জি নিয়ে বসে এলাকার জনজাতি অংশের লোকেরা। এই সড়ক ধরে ছোট মাঝারী ও লড়ি গাড়িতে আসা যাত্রী ও গাড়িচালকরা তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যেত সব্জি। ভালই হত বিক্রি প্রতিদিন লাভও ভালই হত।
কিন্তু বর্তমানে অতিমারি করোনা প্রকোপের কারনে কয়েকমাস যাবৎ গাড়ি কম চালাফেরা করার কারণে বিক্রেতার দেখা পায় নি ক্রেতারা যদিও এখন অনেকটাই স্বাভাবিক। কিন্তু গাড়ি যে আগের মত আর এখন দারায় না। ফলে সব্জি নিয়ে আসলে বিক্রিবাট্টা তেমন হচ্ছেনা।
ফলে আর্থিক ভাবে একপ্রকার ব্যকায়দায় ঐ সকল জনজাতি অংশের লোকেরা।এতটাই সহজ সরল পাহাড়বাসিরা যে তাদের এই বক্তব্য ক্যামেরায় পর্যন্ত বলতে পারেনি। তবে আলাপ চারিতার মাধ্যমে তাদের অসুবিধার কথা আমাদেরকে জানান।
0 মন্তব্যসমূহ