মালবাহী ট্রেনের ধাক্কায় আচমকাই মৃত্যু হলো এক যুবকের - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
০৪ সেপ্টেম্বর ২০২০
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। এলাকা বাসী সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রেন সামগ্ৰী খালি করে আগরতলা থেকে ধর্মনগর যাবার পথে ত্রিশাবাড়ি সংলগ্ন রেলব্রীজ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঐ সময় ডি এম কলোনী এলাকার বাসিন্দা তপন বিশ্বাস রেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন। আচমকা রেলটি ধর্মনগর যাওয়ার পথে যুবকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। কিন্তু এ ঘটনার খোঁজ হয় বৃহস্পতিবার রাত প্রায় ১১ টা নাগাদ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। পড়ে মৃত যুবক তপন বিশ্বাস (২৭) দেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে এনে রাখে ময়নাতদন্তের জন্য। শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের পর আত্মীয়-পরিজনের হাতে তুলে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই