সিপিআইএম এর উদ্যোগে ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে, সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৯ সেপ্টেম্বর ২০২০
মঙ্গলবার 

পানিসাগর প্রতিনিধিঃ সিপিআইএম এর ডাকে সারাভারত কৃষক সভা এবং উপজাতি গনমুক্তি পরিষদের যৌথ  প্রয়াসে ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান কালে দলীয় কর্মী সমর্থকেরা একটি বিক্ষোভ রেলি করে পানিসাগর স্হিত সিপিআইএম মহকুমা কার্যালয়ের সম্মূখ থেকে বাজার পরিক্রমা করে পানিসাগর ব্লক অফিসের সামনে বিবেকানন্দ মুক্ত মঞ্চে এসে জরো হয়।


সেখান থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল বিডিও অফিসে গিয়ে তাদের দাবি সনদ পেশ করে। যদিও বিডিও হোমাগ্নি ভট্টাচার্য বিশেষ কাজে ছুটিতে থাকায় উনার তরফ থেকে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার গোবিন্দ সরকারের কাছেই দাবি সনদ পেশ করা হয়। 


প্রতিনিধি দলের ১৫ দফা দাবির যুক্তিকথা বিবেচনা করে ভারপ্রাপ্ত অফিসার দাবি গুলির সত্যতা স্বীকার করেন। আজকের এই 

ডেপুটেশনে নেতৃত্ব দেন উপজাতি গনমুক্তি পরিষদের মহকুমা কমিটির সম্পাদক দেব চান মানিক হালাম এবং সারাভারত কৃষক সভার মহকুমা কমিটির সম্পাদক শীতল দাস মহাশয়।


এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমার প্রায় দেড় শতাদিক সিপিআইএম কর্মী সমর্থক।ডেপুটেশন প্রদান শেষে প্রতিনিধি দলের পক্ষথেকে জানানো হয় এদের দাবি না মানা হলে আগামী দিনে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu