ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে স্বাস্থ্য আধিকারিকের নিকট স্মারকলিপি - Sabuj Tripura News
২৮ সেপ্টেম্বর ২০২০
সোমবার
কাঞ্চনপুর প্রতিনিধিঃ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা লাটে উঠেছে নজরে আনছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। ফলে কাঞ্চনপুরে অসুস্থ মানুষেরা চিকিৎসা ক্ষেত্রে সঠিক ব্যবস্থা না পেয়ে হয়রানির শিকার। কাঞ্চনপুর বাসীর সুবিধার্তে বিশাল বড় মহকুমা হাসপাতাল থাকা সত্ত্বেও সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা কাটেনি এখনও।
শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাঞ্চনপুর ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ই রিক্সা শ্রমিকসংঘ চারটি দাবি নিয়ে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের দ্বারস্থ হন এবং স্বাস্থ্য আধিকারিক এর নিকট স্মারকলিপি তুলে দেন।
তাদের দাবি গুলো হল এক্সরে মেশিন মেরামত করে পুনরায় সঠিক ভাবে চালু করা, সাপ্তাহের প্রতিদিন সোনোগ্রাফি করা, এক্সরে মেশিন
পরিচালনার জন্য দক্ষ অপারেটর নিয়োগ করা, অসুস্থ রোগীদের জন্য চিকিৎসা ক্ষেত্রে সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা।
কোন মন্তব্য নেই