নিজের পান চাষের জমিতে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক - Sabuj Tripura News
বক্সনগর প্রতিনিধিঃ নিজের পান চাষের জমিতে ফাঁসিতে আত্মহত্যা করল কলমচৌড়া থানা এলাকার মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তপন দাস(35)। ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মানিক্যনগর মধ্যপাড়া এলাকার পান চাষী তপন দাস।
ফলে বাড়ির লোকজন তাকে বহু খোঁজাখুঁজির পরেও তার কোন রকম হদীস পাননি। কিন্তু আজ বিকেল ৩ ঘটিকায় এলাকারই জনৈক ব্যক্তি তার পান চাষের জমিতে গেলে দেখতে পায় নিখোঁজ হওয়া তপন দাস গলায় গামছা পেচিয়ে সেগুন গাছের সাথে ফাঁসিতে ঝুলে রয়েছে।
ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তপনকে দেখে যুবক চিৎকার করলে প্রতিবেশী লোকজন এসে জড়ো হয় এবং তপনের বাড়ির লোকজনও ছুটে আসে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে ঘটনার খবর পেয়ে বিকেল ৪ টা নাগাদ কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তপন দাসের মৃত দেহ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। খবর লেখা পর্যন্ত মৃতদেহ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা ছিল।
কোন মন্তব্য নেই