দুর্ঘটনার কবলে পরে গুরুতর আহত দুই বাইক আরোহী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৭ সেপ্টেম্বর ২০২০
সোমবার  

বক্সনগর প্রতিনিধিঃ মেলাঘর থানাধীন ব্যানার্জি বাগান মেইন সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা। জানা যায় বাইক চালক সনজিৎ দাস পিতা নৃপেন্দ্র দাস এবং পেছনে থাকা বিষ্ণু দত্ত  মেলাঘর থেকে বিশ্রামগঞ্জ এর দিকে আসছিল তখন ব্যানার্জি বাগান স্হিত মেইন সড়কে আসতেই নিজ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং দুজনেই প্রায় গুরুতর আহত হয়ে পড়ে।


দুর্ঘটনাস্থল জায়গাটি পুরোপুরি ভাবে নিরব, কারন সেখানে দূর দুরান্তে তেমন কোন বাড়ি ঘর নেই তাই অনেকক্ষণ পড়ে থাকলেও আহতদের সহায়তা করার জন্য কেউ এগিয়ে আসে নি। কিছুক্ষণ পরে বিশালগড়ের দুজন সাংবাদিক মেলাঘর থেকে বিশ্রামগঞ্জের দিকে আসার পথে দুর্ঘটনাটি তাদের নজরে আসে এবং তরিঘরি বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। 


খবর পেয়ে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসে কিন্তু আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তাদের রাজধানীর জিবি হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসক। পরে মেলাঘর থানার পুলিশ এসে দুর্ঘটনার বাইকটিকে থানায় নিয়ে যায়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu