সিআইএ-র প্রতিযোগিতায় রাজ্যের শ্রেষ্ঠ শিশু চিত্রশিল্পী শুভেচ্ছা - Sabuj Tripura News
ধর্মনগর প্রতিনিধিঃ স্টাফ রিপোর্টঃ করোনাকালীন সময়ে দেশজুড়ে লকডাউন চলাকালে সৃজনশীল কাজের মাধ্যমে শিশুদেরকে ঘরের মধ্যে ব্যস্ত রেখে তাদের প্রতিভার বিকাশ সাধনের লক্ষে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল সেন্টার ফর ইন্ডিয়ান আর্ট রিসোর্সেস এন্ড ট্রেনিং (সিআইএ)মুম্বাই।
এই প্রতিযোগিতায় রাজ্যের শ্রেষ্ঠ শিশু চিত্রশিল্পীর পুরস্কার অর্জন করল শুভেচ্ছা সেনগুপ্ত। সেন্টার ফর ইন্ডিয়ান আর্ট রিসোর্সেস এন্ড
ট্রেনিং (সিআইএ)মুম্বাই আয়োজিত এই প্রতিযোগিতায় শুভেচ্ছা ডিস্টিংশন সহ সেরার শিরোপা অর্জন করে জাতীয় স্তরে ড্রয়িং এন্ড কালারিং কনটেস্টে অংশ নেবার জন্য নির্বাচিত হয়েছে।
সে আগরতলা হলিক্রস স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আগরতলা কৃষ্ণনগরের বাসিন্দা তথা ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারীক শুভাশীষ সেনগুপ্ত ও স্বর্ণালী পালের একমাত্র মেয়ে শুভেচ্ছা।সে রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী জগন চক্রবর্তীর কাছে অঙ্কনচর্চার তালিম নিচ্ছে।তার সাফল্যে শিল্পীমহলে খুশির হাওয়া বইছে।
কোন মন্তব্য নেই