সবুজ ত্রিপুরা
১৫ সেপ্টেম্বর ২০২০
মঙ্গলবার
বিশেষ প্রতিনিধিঃ শ্যামা প্রসাদ মুখার্জী ফোরাম ও এস বি আই রেস্টিক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর উদ্যোগে একটি এওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। চন্দ্রপুর পশু হাসপাতালে্র কমিউনিটি হলে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামা প্রসাদ মুখার্জী ফোরাম এর সহ সভাপতি ডঃ অশোক নাগ সম্পাদক বিজয় কৃষ্ণ তরুণ উপদেষ্টা দিলিপ মালাকার মহাশয় এবং এস বি আই রেস্টিক কুমারঘাট এর ফেকাল্টি অভিজিৎ দাস বিজয় কৃষ্ণ তরুণ প্রমুখ।
এই অনুষ্ঠানের মুল লক্ষ একটাই কেন্দ্রীও রাজ্য সরকারের বিভিন্ন স্বাবলম্বী প্রকল্প গুলোকে উত্তর ত্রিপুরা জেলার বেকার যুবক ও যুবতীদের বিনামূলে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করার চেষ্টা। তাছাড়া এই প্রশিক্ষণের মধ্যেরয়েছে পিঙ্গিং,ডেয়ারিফার্ম,ওমেনট্রেইলার,মাশরুম কাল্টিভেশই, বিউটি পার্লার, ছাগল পালন,ফিসারি ইত্যাদি।
0 মন্তব্যসমূহ