নাবালিকা গণধর্ষণ কাণ্ডে জড়িত দুই নরপশুকে এখনও গ্রেফতার করতে অক্ষম প্রশাসন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৩ আগস্ট ২০২০ 
সোমবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গণধর্ষণকাণ্ডে ঘটনার দশ দিন অতিক্রম  হয়ে যাবার পরও এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্ত ৫জনের মধ্যে ২ জনকে  আটক করতে পারেনি । তবে পুলিশের একাংশ  মতে অভিযুক্ত দুজন বাংলাদেশ পারি  দিয়েছে।

এখানে উল্লেখ্য ২১ জুলাই রাতে তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল এলাকায় এক উপজাতি ১৭ বৎসরের নাবালিকাকে চাকমাঘাট থেকে ৫ জন যুবক গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। 

ওই দিন ধর্ষিতা নাবালিকার অভিযোগ মূলে অভিযুক্ত ৫ জন এর মধ্যে জহেদ মিয়া বাবুল মিয়া ও আহম্মেদ আলীকে ঘটনার তিন দিনের মধ্যে সোনামুড়া থানা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু বাকি দুই অভিযুক্ত  কাসেম মিয়া (৩৫) এবং গণি মিয়া (২৪) কে পুলিশ তাদের জালে আটক করতে পারেনি। 

এই দিকে পুলিশ অভিযুক্ত দুই জনকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করার অভিযোগে সোনামুড়া ও তেলিয়ামুড়া থেকে দশ জনকে গ্রেফতার করেছে বলে পুলিশী সূত্রে জানা যায়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu