সবুজ ত্রিপুরা
২৪ আগষ্ট ২০২০
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বিগত বাম সরকারের আমলে রাস্তা থেকে শুরু করে ড্রেন এবং খোয়াই নদীতে নামার জন্য কোন ব্যবস্থা ছিলনা। কিন্তু রাজ্যে বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর থেকে তেলিয়ামুড়া পৌর এলাকায় উন্নয়নের কাজ চলছে জোর গতিতে।
এই উন্নয়নের অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া পৌর পরিষদের ৪নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার ড্রেন, রাস্তা সংস্কার এবং খোয়াই নদীতে নামার জন্য ঘাট তৈরি করে দেওয়ার।
তাই এলাকা বাসীদের দাবি মতো তেলিয়ামুড়া পৌর পরিষদ ঐ ওয়ার্ডের ড্রেন, রাস্তা সংস্কার এবং খোয়াই নদীতে নামার জন্য ঘাট তৈরি করার কাজে হাত দেয়। করুণা আবহের কারণে কিছুদিন বন্ধ থাকলেও আনলক মেসার্জ -২ সময়কালে সেই কাজ ফের শুরু হয়।
0 মন্তব্যসমূহ