ভাল ফলন করেও লকডাউনের ফলে লাভের মুখ দেখেনি পানচাষিরা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১১ আগস্ট ২০২০
মঙ্গলবার   

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বর্তমানে করোনা প্রকোপ কালে লকডাউন এর ফলে পানচাষিরা বড়ই বেকায়দায় আছে। এবার ফলন ভালো হলেও বাজারজাত করতে না পারায় পানের সঠিক মূল্য পাচ্ছে না চাষীরা। জানা যায় তেলিয়ামুড়া মহকুমার নেতাজীনগর এলাকার  কয়েকজন পানচাষি দীর্ঘদিন ধরেই পান চাষ করে সংসার চালাচ্ছেন। আবারো সরকারি সাহায্যের ফলে পান চাষে মনোযোগী হয়ে লাভের আশায় প্রচুর পরিমাণ পান চাষ করেন চাষীরা। 


কিন্তু দুর্ভাগ্য তাদের পিছু ছাড়ছে না ফলন ভালো হলেও অতি মারি করোনার আক্রমণে এবং লকডাউন এর ফলে পান চাষীরা পান বাজারে বিক্রির জন্য সেই পরিমাণ নিয়ে আসতে পারছেন না। 


ফলে  দিশেহারা সেসব পান চাষী কিভাবে তাদের সংসার চালাবেন এ নিয়ে চিন্তায় বেকুল। তবে যে পরিমাণ পান ফলন বেড়েছে যদি তারা সঠিকভাবে বাজারজাত করতে পারে তাহলে তারা হয়তোবা কিছু একটা লাভের মুখ দেখতে পারবেন। এমনটাই আশা ব্যক্ত করেন  এক পান চাষী।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu