পণের দাবিতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৫ অগাস্ট ২০২০
বুধবার 

চুরাইবাড়ি প্রতিনিধিঃ ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আকদ্দস আলী বছর দুই এক পূর্বে পাশের গ্রামের নং ওয়ার্ডের জায়েদা বেগম(২২)কে ইসলাম ধর্ম মোতাবেক বিবাহ করেন কিন্তু বিবাহের কিছুদিন ভালোভাবে কাটলো তারপর থেকে শুরু হয় গৃহবধূ জায়েদা বেগমের উপর স্বামী  তার পরিবারের লোকজনদের অত্যাচার টাকা পয়সা সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিনিয়ত জায়েদা বেগমকে তার স্বামী  বাড়ির লোকজন গালাগাল মারপিট করত এবং  বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনার প্রস্তাব সবসময়ই দিয়ে থাকতো স্বামী তার পরিবারের লোকজন। 

সেই সকল বিষয় নিয়ে অনেকবার পঞ্চায়েত স্তরে সালিশি সভাও হয়েছিল কিন্তু বিগত কয়েক দিন যাবৎ শাশুড়ি রিনা বেগমের কাছে জামাতা আকদ্দস আলী ৫০ হাজার টাকা দাবি করে। তবে শাশুড়ি রিনা বেগমের সেই আর্থিক ক্ষমতা না থাকায় জামাতাকে ৫০ হাজার টাকা দিতে অক্ষম বলে জানান আর সেই দাবি করা ৫০ হাজার টাকা না দেওয়ায় আজ জামাতা আকদ্দস আলী নিজের স্ত্রী জায়েদা বেগমের উপর চড়াও হয় এবং প্রচন্ড ভাবে মারধর করে বলে স্ত্রী জায়েদা বেগম শাশুড়ি রিনা বেগমের অভিযোগ। 

তাই স্ত্রী শাশুড়ি আরো অভিযোগ করে বলেন যে, আকদ্দস আলী তার স্ত্রী জায়েদা বেগমকে একটি হলুদের গাছ কাটা নিয়ে প্রবল মারপিট করে তারপর উঁচু একটি টিলা থেকে নিচে ফেলে দেয় আর তাতে স্ত্রী জায়েদা বেগমের শরীরের অনেক জায়গা কেটে যায় গুরুতর ভাবে আহত হয় তখন স্ত্রী জায়েদা বেগম নিজের প্রাণ বাঁচাতে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে জায়েদা বেগমকে স্বামীর হাত থেকে রক্ষা করেন খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনী কদমতলা থানায়। ফলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত স্ত্রী জায়েদা বেগমকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং বর্তমানে জায়েদা বেগম কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন

তাছাড়া কদমতলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্দ্বীপ দেব জায়েদা বেগমের জখম গুরুতর বলে জানান। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ পাশাপাশি জামাতা আকদ্দস আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সুষ্ঠু বিচারের দাবিতে শাশুড়ি রিনা বেগম কদমতলা থানায় একটি মামলা রুজু করেছেন মামলাটি হাতে নিয়ে কদমতলা থানার পুলিশ তদন্ত শুরু করে দিলেও ঘটনা সংঘটিত করে স্বামী আক্কদস আলী গা ঢাকা দিয়ে আত্মগোপন করে নিয়েছে তবে কদমতলা থানার পুলিশ খুব শীঘ্রই অভিযুক্ত স্বামীকে জালে তুলতে সক্ষম হবে বলে জানায়


 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu