ধর্মনগরে ছোট্ট পরিসরে মহিলা মোর্চার রাখি বন্ধন উৎসব - Sabuj Tripura News



সবুজ ত্রিপুরা
০৪ অগাস্ট ২০২০
মঙ্গলবার


ধর্মনগর প্রতিনিধিঃ সোমবার ছিল রাখি বন্ধন উৎসব। রাজ্যে লকডাউনের কারণে অনান্য বছরের মত এই দিনটি জাকজমক পূর্ণভাবে পালন করতে না পারলেও উত্তরের মহিলা মোর্চার উদ্যোগে খুব ছোট পরিসরে ধর্মনগরে দিনটি পালন করা হলো।অনান্য বছর মহিলা মোর্চার উদ্যোগে ধর্মনগর রাগনা, ভাগ্যপুর,মহেশপুরের সকল সীমান্তবর্তী এলাকায় গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীদের হাতে রাখি পড়িয়ে মিষ্টি মুখ করে দিনটি পালন কর হতো। 

কিন্তু এ বছর করোনা অতিমারির ফলে সীমান্ত রক্ষী বাহিনীদের রাখি না পড়ালেও সোমবার দুপুরে ধর্মনগর থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ, টিএসআর বাহিনীর হাতে রাখি পরিয়ে দিনটি পালন করলো উত্তর জেলা মহিলামোর্চা। 

এই সংক্ষিপ্ত রাখিবন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী । এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মহিলা মোর্চার উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।ওনার  সাথে  ছিলেন উত্তর ত্রিপুরা জেলার মহিলা মোর্চার  নবনিযুক্ত সভানেত্রী রূপালী অধিকারী ।তিনি তার আলোচনার মধ্য দিয়ে সকলের প্রতি রাখি পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu