সিপিআইএম দল ত্যাগ করে ১০০ জন ভোটার পদ্ম শিবিরে - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১০ জুলাই ২০২০
শুক্রবার   

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ত্রিপুরার কোন না কোন জায়গায় চলছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান সভা।  এবার এই যোগদান সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের উদ্যোগে তেলিয়ামুড়া পুরো পরিষদের ১৫ নং ওয়ার্ডে গত বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ। 

এই সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, তেলিয়ামুড়া পৌর পিতা নিতেন কুমার সাহা সহ মন্ডলের অন্যান্য কার্যকর্তারা। উক্ত সভায় সিপিআইএম  দল ত্যাগ করে ৩০পরিবারের ১০০ জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেন। 

এই  নবাগতদের  দলীয় পতাকা হাতে দিয়ে পদ্ম শিবিরে বরণ করে নেন তেলিয়ামুড়া বিধায়কা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক  কল্যাণী রায় সহ উপস্থিত  নেতৃত্বরা।
 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu