বিধায়কার উপস্থিতিতে সিপিআইএম ও কংগ্রেস ছেরে ১৬০ জন ভোটার পদ্ম শিবিরে - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
১৪ জুলাই ২০২০
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ যতই এগিয়ে আসছে এডিসি নির্বাচন দেখা যাচ্ছে গ্রাম পাহাড়ের সাথে তাল মিলিয়ে শহরাঞ্চলেও হচ্ছে ক্রমাগ্রত দলবদলের পালা। তারি পরিপ্রেক্ষিতে আজ বিকেল ৩:৩০ টা নাগাদ তেলিয়ামুড়া পৌর পরিষদের ৩ নং ওয়ার্ডে অনুষ্টিত হয় এক যোগদান সভা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়কা কল্যাণী রায়। তাছাড়া এই সভায় সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে, তেলিয়ামুড়া সম্মানীয় বিধায়কা কল্যাণী রায়ের হাত ধরে ৫৩ পরিবারের ১৬০ জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেন।
ফলে বিভিন্ন দল ছেরে আগত নবাগতদের বিজেপির দলিও প্রতাকা হাতে দিয়ে বরণ করে নেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়কা কল্যাণী রায়, মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, বিজেপি নেতৃত্ব নিতীন কুমার সাহা সহ অন্যান্য কার্যকর্তা গন।
কোন মন্তব্য নেই