সবুজ ত্রিপুরা
১৩ জুলাই ২০২০
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গত শনিবার রাতে একটি রেডিমেড কাপড়ের দোকানে হাতসাফাই করল নিশি কুটুম্বের দল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়, শনিবার রাতের কোনো এক সময়ে। ঘটনার বিবরণে জানা যায়, ঐ কাপড়ের দোকানের মালিক সজল সাহা অন্যান্য দিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান।
তবে পরের দিন সকালে সজল বাবু দোকানে আসার পথে এক পথচারী জানায় সজল বাবুর দোকানের তালা ভাঙ্গা, দোকানে চুরি সংঘটিত হয়েছে। তৎক্ষনাৎ উনি দোকানে এসে দেখতে পান উনার দোকানের তিনটি তালা ভেঙ্গে চুরেরা প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের শাড়ি, ব্লাউ্ কাপড চোপড় সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে যায়।
উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও জানান যে উনার দোকানের ক্যাশ বাক্সে কিছু নগদ টাকা ছিল তাও ভেঙ্গে নিয়ে যায় চোরের দল। তাছাড়া সঙ্গে দোকানের হিসাব রাখার খাতাটাও নিয়ে যায় নিশি কুটুম্বের দল। তবে পরের দিন সকালে তেলিয়ামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানান দোকানের মালিক।
0 মন্তব্যসমূহ