পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এবং রেল শিল্পকে বেসরকারি করণের প্রতিবাদে DYFI এর বিক্ষোভ - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
১১ জুলাই ২০২০
শনিবার
বক্সনগর প্রতিনিধিঃ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকার দেশের বড়ো শিল্প রেল শিল্পকে বেসরকারি করণের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে গোটা রাজ্যের সাথে এ আজ তথা শনিবার সকাল ১২ টা নাগাদ সোনামুড়া সিপিআইএম মহকুমা বিভাগীয় কার্যালয়ের সামনে ডি ওয়াই এফ আই এর উদ্যোগে এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
ঘটনার বিবরণে জানা যায় দেশের মধ্যে সবচেয়ে বড় যে শিল্প হলো রেলশিল্প। আর এই রেল শিল্পকেই কেন্দ্রীয় সরকার হঠাৎ করে বেসরকারি করণের হাতে তুলে দিচ্ছেন। তাই এর প্রতিবাদ জানাতে সোনামুড়া সিপিআইএম মহকুমা বিভাগীয় কার্যালয়ের সামনে ডি ওয়াই এফ আইর উদ্যোগে এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
উক্ত এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডি ওয়াই এফ আই সোনামুড়া মহাকুমার কমিটির সম্পাদক নিত্যানন্দ বর্মন, এবং এর রাজ্যে কমিটির সদস্য বিল্য আচার্যি সহ অন্যান্য বামফ্রন্টের কর্মী সমর্থকরা।
কোন মন্তব্য নেই