পানীয় জলের সুষ্ঠ ব্যবস্থার জন্য জোট সরকারের কাছে দাবি রিয়াং সম্প্রদায়ের - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৬ জুলাই ২০২০
বৃহস্পতিবার        

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ প্রত্যন্ত এলাকার উপজাতি জনপদ গুলোতে পানীয় জলের ব্যবস্থা বর্তমানেও প্রশ্নচিহ্নের মুখে। বিগত দিনে এডিসি প্রশাসন ভূমি পুত্রদের পানীয় জলের ব্যবস্থা সুরাহা করতে পারেনি। যার ফলে বর্তমানে জনজাতি অংশের মানুষেরা এখনো কাঁচা কুয়োর জল দিয়েই তেষ্টা নিবারণ করতে হচ্ছে। 

অথচ বিগত দিনে কেন্দ্রীয় সরকার প্রত্যন্ত এলাকা গুলোতে পানীয় জলের সুষ্ঠ  ব্যবস্থার জন্য প্রচুর অর্থ রাশি দিয়েছিলেন। কিন্তু তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে কাঁকড়া ছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়ায় বসবাসকারী অধিকাংশ উপজাতি গিরি বাসিরা রিয়াং সম্প্রদায়ের। 

অদের বিগত দিনেও এডিসি প্রশাসন ক্ষমতায় থেকেও বাম নেতারা সুষ্ঠ জলের ব্যবস্থা করে দেয়নি প্রত্যন্ত এলাকার গিরি বাসীদের জন্য। এমতাবস্থায় তারা বর্তমানে চড়াই-উৎরাই পাহাড় অতিক্রম করে কাঁচা কোয়ো থেকে জল সংগ্রহ করতে হয়। 

অথচ তাদের উন্নয়নের জন্য আছে মুঙ্গিয়াকামি ব্লক তাই এবার বঞ্চনার শিকার হওয়া উপজাতি অংশের মানুষজনেরা রাজ্য বিজেপি জোট সরকারের কাছে পানীয় জলের সুষ্ঠ ব্যবস্থার দাবি জানালো।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu