অবশেষে গ্রেপ্তার হল নাবালিকা গণধর্ষণ কাণ্ডে জড়িত দুই নরপশু - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
২৫ জুলাই ২০২০
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ত্রিপুরার নাবালিকা গণধর্ষণ কাণ্ড তথা তেলিয়ামুড়া মহকুমার খাসিয়া মঙ্গল গণধর্ষণ কাণ্ডের ৫ নর পিশ্চাৎ এর মধ্যে দুজন চাকমা ঘাট এলাকার আলী আকবরের ছেলে আহমেদ আলী (২৩) এবং একই এলাকার শহীদ মিঞার ছেলে জেহেদ মিঞা (২২) কে সোনামুড়া ও তেলিয়ামুড়া থানার পুলিশের যৌথ অভিযানে
সোনামুড়া থানাধীন পশ্চিম দুর্লভ নারায়ন গ্রামের আমলিমুড়ার শাহজাহান মিঞার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ভর তল্লাশি চালিয়ে শুক্রবার ভোরে দুই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি রঞ্জিত দেববর্মা, তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর দেবানন্দ রিয়াং সহ অন্যান্য পুলিশকর্মীরা।
এত অল্প সময়ে ধর্ষকদের গ্রেফতার করে পুলিশ আবারো প্রমাণ করলো প্রকৃত ইচ্ছাশক্তি থাকলে সকল কাজই করা সম্ভব। আজ তথা শনিবার সকাল ১১ টা নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত আদালতে সোপর্দ করে।
কোন মন্তব্য নেই