টিএসআর ও পুলিশের যৌথ উদ্যোগে আটক এক উগ্রপন্থী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৮ জুলাই ২০২০
শনিবার       

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বিগত কয়েক বছর রাজ্যে উগ্রপন্থীর কার্যকলাপ দেখা না গেলেও এডিসি নির্বাচনকে সামনে রেখে আবার নতুন করে  উগ্রপন্থীদের আনাগোনা ছড়িয়ে পড়ছে। 

ঘটনার বিবরণে জানা যায় আজ ভোর তিনটায় খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানাধীন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে টিএসআর এবং পুলিশের  উদ্যোগে  আঠারোমুরা পাহাড়ের ছন পাড়া এলাকা থেকে  এনএলএফটির  এক  উগ্রপন্থীকে আটক করতে সক্ষম হয়। 

তবে জানা যায় এই উগ্রপন্থীর নাম কুশরায় দেববর্মা(২৬) পিতা  বিপিন দেববর্মা বাড়ি মুঙ্গিয়াকামি  তুইকর্মা এলাকায়। তাছাড়া  পুলিশেরা  জানায় এই আটক উগ্রপন্থীর কাছ থেকে এন এল এফ টির  চাঁদার রশিদ এবং বেশ কিছু মানুষের নামের তালিকা পাওয়া যায়। 

পুলিশ আরও জানায় এই উগ্রপন্থীর সাথে আত্ম সমর্থনকারী বৈরী দিলীপ দেববর্মা সহ আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বর্তমানে পুলিশ আটক উগ্রপন্থীকে  তেলিয়ামুড়া থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu