কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে মুখ্যমন্ত্রীর করোনা প্রতিরোধ অভিযান - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৮ জুলাই ২০২০
শনিবার       

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ করোনা প্রতিরোধক হিসেবে মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে আনারস ও লেবুর রস সেবনের অঙ্গীকারবদ্ধ করেছিলেন  তারই অঙ্গ হিসেবে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে আনারস ও লেবুর রস বিতরণ  চলছে। 

এরই অঙ্গ হিসেবে শনিবার বেলা ১২ টা নাগাদ তেলিয়ামুড়া প্রাইমারি কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে তেলিয়ামুড়া বাজার  এলাকায় আনারস ও লেবুর রস বিতরণ করেন বাজার এলাকার জনগণের মধ্যে। 

উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া প্রাইমারি কো অপারেটিভ  সোসাইটির চেয়ারম্যান  জয়ন্ত  সাহা  তাছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা  তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যানী রায়  ও কল্যাণপুরের বিধায়ক  পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই আনারস ও লেবুর রস বিতরনী  অনুষ্ঠানে জনগণের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu