মধুচক্রে জড়িত ১০ জন পুরুষ ও মহিলা বর্তমানে পুলিশের জালে - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
১৮ জুলাই ২০২০
শনিবার
ধর্মনগর প্রতিনিধিঃ আবারো রাজধানী আগরতলার মহিলা কলেজ রোডের একটি অভিজাত হোটেল থেকে মধুচক্রে জড়িত পুরুষ ও মহিলা উদ্ধার। জানা গেছে শুক্রবার দুপুরে পুলিশ ও জনতার সহযোগে বিজয়া প্যালেস হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ৫জন পুরুষ ও ৫জন মহিলাকে হাতেনাতে ধরে আগরতলার পূর্ব থানা ও পূর্ব মহিলা থানার পুলিশ।
গোপন সূত্রে পুলিশের কাছে বেশ আগে থেকেই খবর ছিল রাজধানীর কিছু কলেজ পড়ুয়া ছাত্রী ও কিছু সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূরা যৌন চক্রে লিপ্ত রয়েছে। সেই মোতাবেক আগরতলার পূর্ব থানার অন্তর্গত বি. কে রোডস্থিত একটি হোটেলে রাজধানীর পূর্ব থানা ও মহিলা থানার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ১০জন পুরুষ ও মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাছাড়া এই পুলিশি অভিযানের খবর পেয়ে হোটেলের দ্বিতল থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কোমরে আঘাত পেয়ে আহত হয়ে যায় এক যুবতী। পরে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি এসে আহত যুবতীটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে পুলিশ এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেবিষয়ে তদন্ত চালাবে বলে জানিয়েছেন।
কোন মন্তব্য নেই