মহাকুমা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকার অবমাননা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৭ জুলাই ২০২০
শুক্রবার       

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বছর ঘুরেই  আসছে ভারতের স্বাধীনতা দিবস কিংবা ২৬ শে জানুয়ারি। তখন গোটা তেলিয়ামুড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে  ঘটা করে সুসজ্জিত ভাবে সাজানো হয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান  জাতীয় পতাকা দিয়ে। 

পরবর্তীতে অনুষ্ঠান শেষে ঐ জাতীয় পতাকা গুলির কি অবস্থা হয় তা বৃহস্পতিবার বিকেলে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে দেখা গেল। কাজ শেষে জাতীয় পতাকা গুলিকে আবর্জনার স্তুপের মতন দপ্তরের এক কোনায় ফেলে রাখা হয়েছে।  এনিয়ে শুভবুদ্ধি সম্পন্ন মহলে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন এবং  শুধু তাই নয় সরকারি অর্থের অপব্যবহার  ও হচ্ছে এই দপ্তরে। 

তাছাড়া দপ্তরে আসা সাধারণ জনসাধারণের জন্য বিশুদ্ধ পানীয় জলের ফিল্টারটিও যত্নের অভাবে বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এখন দেখার বিষয় খবর সম্প্রচারের পর তেলিয়ামুড়া মহকুমা শাসক কি ধরনের  পদক্ষেপ গ্রহণ করেন কিংবা জেলাশাসক কি ধরনের মনোভাব পোষণ করেন ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu