সবুজ ত্রিপুরা
২৪ জুলাই ২০২০
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ নরপশুদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিল তেলিয়ামুড়া মহাকুমার এক ১৭ বছরের নাবালিকা ছাত্রী। ঘটনার তিন দিনের মাথায় ৫ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তারে সক্ষম হলেও বাকি দুই অভিযুক্ত এখনো অধরা।
এরই প্রতিবাদ জানিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া ইউনিট জাতীয় সড়ক অবরোধ এবং থানা ঘেরাও করে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে এসডিপিও ভি জগদীশ্বর রেড্ডি। তিনি সংগঠনের ছাত্র ছাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেন। যদিও সামাজিক দূরত্ব না মেনে থানার সামনে পথ অবরোধের বসে যায় ছাত্রছাত্রীরা।
তাছাড়া এর নেতৃত্বে ছিলেন সংগঠনের নেতৃত্ব তথা শিক্ষক দীপক দেব। পরবর্তী সময়ে এদের একটি প্রতিনিধিদল এসডিপিও এর সাথে কথা বলতে চাইলে পথ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।
সেই সাথে বিশ্ব হিন্দু পরিষদ নাবালিকা মেয়ের উপর সংখ্যালঘু সম্প্রদায়ের ৫ নররূপী পশুর ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাঁচ জনের এক প্রতিনিধিদল এসডিপিও এর সাথে সাক্ষাৎ করে অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি করেন।
0 মন্তব্যসমূহ